জানা গেল সমন্বয়কদের নতুন রাজনৈতিক দলের নাম

 জানা গেল সমন্বয়কদের নতুন রাজনৈতিক দলের নাম

আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল। তার আগেই জানা গেল, কী নামে আত্মপ্রকাশ করতে চলেছে দলটি। নতুন রাজনৈতিক দলের নাম হতে যাচ্ছে, জাতীয় নাগরিক পার্টি।


এদিকে, দলীয় একটি সূত্রে জানা গেছে, দলটির আহ্বায়ক হচ্ছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। দলটির সদস্য সচিবের পদ পাচ্ছেন আখতার হোসেন। এছাড়া সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তর) এবং হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণ) করা হয়েছে। মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেতে চলেছেন নাসির আবদুল্লাহ। আর যুগ্ম সমন্বয়ক করা হচ্ছে হান্নান মাসউদকে।


আরও পড়ুনঃ আসার খবরে উত্তর সিটি ঘেরাও, বুঝতে পেরে আগেই পালালেন মেয়র

এর আগে, গত সোমবার জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন দল আত্মপ্রকাশ করবে। সেদিন তিনি জানান, আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, শহীদ পরিবার, দেশি-বিদেশি কূটনৈতিক, প্রবাসী বাংলাদেশি, ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে অভ্যুত্থানের সঙ্গে জড়িত সবাই উপস্থিত থাকবেন।


এদিকে, এই দলের দায়িত্ব নিতেই অন্তর্বর্তী সরকার থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করেন।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

ইনজেকশন পুশের ৫ মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিনয়

ব্রেকিং নিউজ: দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জাতিসংঘের টিম বৈঠক, দেশে ফেরার আশ্বাস

মৃ’ত্যু’র আগে চারটি কথা বলে গেছে আছিয়া, সত্যের পর্দা ফাঁস